স্পর্শ
দেখা হবে এই প্রত্যাশায়
অপেক্ষার বয়স এখন বছর শেষের চৈত্রসেল
সময়ের এই দীর্ঘ পরিবার ঠেলে
প্রিয় সাক্ষাতের জন্য প্রহরপাঠ
ভুলভাল ছেলেমানুষি? মোটেও না
অনুভূতিহীন স্পর্শকে প্রণয় ভেবে যারা
প্রতারিত, কেবল তারাই অপেক্ষার
অপেক্ষার বয়স এখন বছর শেষের চৈত্রসেল
সময়ের এই দীর্ঘ পরিবার ঠেলে
প্রিয় সাক্ষাতের জন্য প্রহরপাঠ
ভুলভাল ছেলেমানুষি? মোটেও না
অনুভূতিহীন স্পর্শকে প্রণয় ভেবে যারা
প্রতারিত, কেবল তারাই অপেক্ষার
ছোবলে অভ্যস্ত মাধুকরী।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন