রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

এরশাদ হোসেন-এর কবিতা

 


গাঙচিলের ডানায় জীবন

জীবন পথে গাঙচিল উড়ে,
নীল বিস্তারে হারায় দূরত্বের রেখা।
তবু—
ফেরার যত তারা জ্বলে
ততটাই যেন আসে কাছে...

স্মৃতির ঢেউয়ে ভাসে আকুলতা
এক বুক নীরবতা নিয়ে উড়ে যায় পাখা।
অচেনা সেই দিগন্ত ডাকে
তবুও চেনা আলোয় ফিরে আসে আশা।

পথ না ফুরোলেও ফুরোয় না মন,
উড়ান জানে কোথায় বসে থাকে ধন।
গাঙচিল জানে—
যত দূরেই যাওয়া হোক,
ফেরার তারাগুলো খুব কাছের.....


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন