রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আশরাফুল মণ্ডল-এর কবিতা



ব্রত

কেমন দেখো হঠাৎ হঠাৎ নিভে যাচ্ছে

এক একটা আলো

প্রস্থানের এধারে বসে আছে যারা

তাদের মুড়ে দিচ্ছে ঘন কুয়াশা

কোথাও কোনো গান নেই

শুধুই বিষাদ


আমাদের শুধুই রুদ্ধশ্বাস অপেক্ষা

কবে আলো ফুটবে

কবে কুয়াশা সরিয়ে

আসবে সেই সওদাগরের নৌকা


এসো আমরা নদীর গায়ে এঁকে দিই

আমাদের যা কিছু মনস্কামনা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন