রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

দেবাশিস সাহা-র কবিতা


 ও জীবন রে..

সিকিমের সিঁথি থেকে 
শরীরে নদী জড়িয়ে 
দিলো ছু ট. . . 

অমরত্ব পায়ে ঠেলে 
মাটি ও আগুনের মায়াকে
বুড়ো আঙ্গুল দেখিয়ে 
জীবন বলে   চল পানসি

পথে পায়ের সঙ্গে পড়শি পাথরের দেখা 
পায়ে পায়ে পাড়াতুতো ঝগড়া
জীবনকে পায়ে নিয়ে গড়াতে গড়াতে
নানা রঙের তরলের সাথে চোখাচোখি 
তরল তরুলতা হয়ে লতিয়ে লতিয়ে
এ জীবন থেকে ও জীবন 

পা্‌হাড়ি জীবনের বাহুডোরে সামুদ্রিক জীবন 
মাঝে দাঁড়িয়ে হাসতে থাকে জঙ্গল জীবন।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন