জুলাই মাসের শেষে ফুটে থাকা কিছু লাল ফুল
আমাকে শেখায় জাদুমন্ত্র ধারণের
বিস্মিত বালক আমি, তুড়ি মেরে জেগে উঠি একা
সকলেই একা জাগে, পথে নেমে সঙ্গী কালা শের!
নিয়নের আলো দিয়ে ধাঁধিয়ে দুচোখ
কতদূর যাবে তুমি সবংশ পালিয়ে
জনতাই জীবনের শেষ রায় দিতে জেনে গেছে
কেউ কি কখনো পার পেয়ে যায় ঘর ছেড়ে গিয়ে?
ঘরেই সকল সুখ ভোরের বাতাসে
বিছিয়ে রয়েছে দেখি শিউলি ফুলের মতো
কোঁচড়ে কুড়াই ফুল শীতের আগেই
আর আমি গন্ধ মাখি সমস্ত শরীরে অবিরত!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন