শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

ঊর্মিলা চক্রবর্তী-র কবিতা

তৃতীয় নয়ন

 

তৃতীয় নয়ন অন্তর্যামী, তৃতীয় নয়ন মনশ্চক্ষু

 

দুচোখের দীর্ঘপক্ষ্মে ফোঁটা ফোঁটা কান্না লেগে থাকে

জলের ফোঁটায় বিচ্ছুরিত ছবি

কতটুকু আস্থা তাতে?

 

ঝড়ে ওড়ে ধুলোর সংসার, গাছেদের

শান্ত ঘরে মাতনের ঋতু

ভেঙে পড়ে পাখির পলকা বাসা

মানুষের অনেক সাধের কুঁড়েঘর,

তেরপলের ঠুনকো আস্তানা

 

ধুলোঝড়, যার নাম আঁধি,

ধুলোয় কড়কড় করে চোখ

আকাশের রক্তচোখ মুখ দেখে নেয়

জ্বালাধরা চোখে

কখন চাইব পষ্ট ঝড়ে ভাঙা জগতের মুখে?

 

কখনও ভেতরে ঝড় ওঠে,

তাসের ঘরের মতো ভেঙে ভেঙে যায়

চেনা পৃথিবীর

পরিচিত মুখের অক্ষরগুলো

মানবিক পরিচয় ভুলে

বাঁকাচোরা প্রেতনৃত্যে

ভিক্ষা চাই প্রসন্ন আকাশ, খোলা হাওয়া,

এতটুকু সান্ত্বনাশিশির

 

তৃতীয় নয়নে পল্লবের ছায়া নেই,

স্পষ্ট দেখি ঘুণধরা জগতের জিরজিরে হাড়

ভাঙা মেরুদন্ড

 

জ্বলে ওঠে ক্রোধ

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন