শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

তরুণ মুখোপাধ্যায়-এর কবিতা

নরক

একটা বিরাট শূন্য মাথার ভিতরে 

শূন্যতা, নাকি বিষণ্নতা?

বড় ক্লান্তি মেধার ভিতরে,

অবসাদ কুয়াশার মতন ঘুরে থাকে;

যন্ত্রণার হিম ঝরে ভিতরে বাইরে

কোথায় আশ্রয়?

কার হাতে দিতে পারি গোপন অশ্রুকণা,

ভাবি কে আমার তেমন আপন?

কেউ নেই। 

যেদিকে তাকাই হা-হা করে হাওয়া, দাহ;

নরক! নরক!

বেঁচে থাকা বড় স্বাদহীন মনে হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন