এগারো লাইনের কবিতা
স্কুলের বাইরে পড়তে এসেছে ছেলেমেয়েরা, স্কুলবাড়িটা
ভেঙে গেছে মুহুর্মুহু-বোমার আঘাতে, কে বা কারা ভেঙেছে
জানা নেই, হিংসা করলেই প্রতিহিংসা আছে এবং চলতে
থাকে, কখনো যা কোনোভাবেই থেমে যাবে না, এই অদ্ভুত
প্রক্রিয়া, কেননা যে থামবে তার কাছে সেটা হবে খুব
লজ্জার বিষয়, মানুষ একে অপরকে খুব ঠাট্টা করতে ভালোবাসে,
বারবার কানের কাছে বলে, তুই পারলি না তুই থেমে গেছিস,
সে কী-সুন্দর হিংসা করছে, তুইও হিংসা কর, তা না হলে
সমানে-সমানে জমবে কী করে। ওই যে গাছ ওই যে প্রজাপতি
ওই যে পাতা-ফুল-ফল ওদের কোনো হিংসা নেই, ওরা
ওদের ভালোবাসার কাজ করে যাচ্ছে, চেষ্টা করছে, চেষ্টা করছে।
ভালোবাসার চিরসবুজ উচ্চারণ।
উত্তরমুছুন