শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

কামাল হোসেন-এর কবিতা


অদৃশ্য বাসভূমি 

চারপাশে প্রতিদিন হত্যা ধর্ষণের খবর শুনতে

শুনতে আমরা নিশ্চয় বধির হয়ে যাচ্ছি, একই

সঙ্গে বোবা, মুখ থেকে কোনো শোক, দুঃখ

বা প্রতিবাদের শব্দ বেরিয়ে আসে না আজকাল।

আমরা মাঝে মাঝে বমি করে মাটিতে পুঁতে 

দিচ্ছি আশৈশব শিখে আসা বিবেকের পবিত্র

স্তোত্রগুচ্ছ, হৃদয়ের অলজ্জ অস্তিত্ব কিংবা আত্মার

মতো কোনো অদৃশ্য বাসভূমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন