এসো সখা আমার ঘরের জানালায়
দেখ কত বরফ ঝরেছে নিরালায় —
মানুষ প্রাণীর মতন গুটিয়ে আছে
এই সফেদ নির্ঝরের রাতের কাছে,
আর ধ্যানমগ্ন হয়ে আছে গাছ যত —
যেন বল্মীক বরফের সাথে ওতপ্রোত;
তুষারের এক অদ্ভুত এ সঙ্ঘারাম —
সাইপ্রেস গাছ কি জপ করে অবিরাম?
ধ্যানমগ্ন হয়ে বসে আছে প্রকৃতিতে
হ্যাঁ — দেখি তাঁর সরলবর্গীয় ডালেতে,
ফলকের মতন তুহিন ঝুলে আছে
স্বচ্ছতর হয়ে নেমেছে পৃথিবীর কাছে
দ্বারপাল হয়ে দাঁড়িয়ে শুভ্র প্রান্তরে
তবুও ঘিরে রেখেছে আমাদের সাদরে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন