অজ্ঞেয়
ইচ্ছাপত্র
আমার বুকের উপর
বাতাস লিখে যায়
মিহি রেখায়
নিজের ইচ্ছাপত্র
আবার দমকা হাওয়া এসে
ইচ্ছাপত্র উড়িয়ে
অন্য কোথাও নিয়ে চলে যায়।
পাগলা হাওয়া! ইচ্ছাপত্র করার আগে
হলফনামা দিতে হয় :
যিনি ইচ্ছাপত্র করছেন
তাঁর জ্ঞান চেতনা সবকিছু যথাযথ আছে,
এবং এরজন্য তুমি
কাকে সাক্ষী পাবে
আমাকে ছাড়া?
আমার সাক্ষ্য কি
তোমার ইচ্ছাপত্রের চেয়ে বেশি দীর্ঘস্থায়ী হবে?
[অজ্ঞেয় ( ১৯১১-১৯৮৭ ) নামে সুপরিচিত হিন্দি সাহিত্যের কিংবদন্তি ব্যক্তিত্বের নাম সচ্চিদানন্দ হীরানন্দ বাৎসায়ন। হিন্দি ছাড়াও সংস্কৃত, ফারসি, ইংরেজি এবং বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষা লাভ করেছেন। বহুমুখী প্রতিভাসম্পন্ন সাহিত্যিক অজ্ঞেয় হিন্দি সাহিত্যে কবি, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং অনুবাদক হিসাবে অমর হয়ে আছেন। সাহিত্যকৃতির স্বীকৃতিস্বরূপ সাহিত্য অকাদেমি এবং জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন।]
ভালো লাগলো
উত্তরমুছুন