শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

আবদুস সালাম-এর কবিতা

নাগরিক বৃক্ষ

দেহের সমস্ত আসবাব সক্রিয় হলে বৃষ্টির বারান্দায় ভেসে যায় স্বপ্ন
পৌরুষত্বের অকলঙ্কিত মৈথুন বিভ্রাটে নামে প্লাবন
যুবতী মেয়েরা স্বপ্নের বারান্দায় চুরি করে ব‍্যকরণ
গোপন ক্ষতের ওড়না সরায় ভ্রমণ ক্লান্ত নাগরিক

বটবৃক্ষের তলায় যৌনদাসী রতিবাজারের গল্প শোনায়
আত্মমগ্ন ঘাতক শীর্ণ বর্ণের রমন রসে জারিত করে পৃষ্ঠা ভর্তি উপপাদ্য
ভেসে যায় শূন্যতার প্রসন্ন উল্লাস

নাগরিক বৃক্ষ থেকে খসে পড়ে জীবনবোধের মানবিক পলেস্তারা
  ব‍্যথার পিয়ালায় চুমুক লাগায় যৌনদাসীর স্বর্গারোহনের বিয়োগান্তক উপন্যাস


মুখোমুখি

আমন্ত্রনহীন দ্বীপে শিকড় হীন বসবাস
 বিবেকের পলেস্তারা খসে পড়লে
আত্মিক সংকট উঁকি মারে

স্বার্থমগ্নতালব্ধ হাহাকার বাজে সর্বত্র
হাস‍্যকর উত্তোরণ ডানা মেলে
মহাবিশ্বের  উঠোন জুড়ে শুধুই অন্ধকার
দিন যায় বিষাদে

নিত্য নতুন  ঢেউ ওঠে মানবিক বারান্দায়
মুক্তির আন্দোলন ডুগডুগি বাজায়
আত্মিক অবমাননার নৌকোয় যৌনতা তোলে পাল  
 ক‍্যামেরা বন্দী হয় সামুদ্রিক উচ্ছাস

 

1 টি মন্তব্য: