শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

শুদ্ধেন্দু চক্রবর্তী-র কবিতা

প্রজন্মচত্বর

এই জন্মদিনে কোনও মোমবাতি কেকপ্যাস্ট্রি নয়
এই জন্মদিন হোক অভয়ার জন্মদিন
বের হয়ে আসুক সত্যটা। কেন এত রক্ত চেয়েছিল
কী এমন সংক্রমণ ঘিরে ছিল সেই রাতে
কোন জীবাণুর বিষে মিশে গেল এতোগুলো মানুষের ক্ষোভ
মোমবাতি কেকপ্যাস্ট্রি নয়
অভয়ার জন্য জেগে থাকি চলো আমরা সবাই
মেয়েটা মোমবাতি হয়ে গলে গলে পড়ছে
ওর শিখার আলোয় ধীরে ধীরে কাটছে অন্ধকার
ওরা কেউ হারবে না
এ আঁধার কাটবেই
জন্মদিন এক রাতে সহস্র অভয়া...

 

1 টি মন্তব্য: