শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

তূয়া নূর-এর অনুবাদ কবিতা


মেরী ওলিভারের


রাজহাঁস


 তুমিও কি দেখেছো সারা রাত ধরে আঁধারে ঢাকা নদীতে ভেসে যেতে?

দেখেছো সকালে উঠে আসতে রূপালি বাতাসে

 এক ভরা বাহু সাদার প্রস্ফুটন

রেশম এবং লিনেনের এক নিখুঁত কারুকাজ হেলে আছে যেখানে মিলেছে দুটো ডানা

 একটা বরফ জমাট নদী তীর, পাড়ে লিলি ফুল,

 তার কালো চঞ্চু দিয়ে যেন কামড়ে ধরছে বাতাস?

তুমি কি শুনেছো এই বাঁশি শিস দেবার শব্দ

 একটা তীক্ষ্ণ আঁধারের সঙ্গীত - যেন বৃষ্টি ছুঁড়ে দিচ্ছে প্রস্তর গাছের উপর  ঠিক জলপ্রপাতের মতো

 আঁধারের শরীরের স্তর কেটে কেটে পড়ছে

 সব শেষে তুমি কি দেখেছিলে মেঘের নীচে ---

 সাদা ক্রসের কিছু প্রবাহিত আকাশ জুড়ে,

 তার পা কালো পাতার মত?

তার ডানা গুলো নদীর বুকে প্রসারিত চিকমিক করা আলোর মতো?

 অনুভব করেছো তোমার ভেতরে সব কিছু কীভাবে সমস্ত কিছুর সাথে সম্পর্কিত?

 শেষমেশ তুমিও কি বুঝেছ কিসের জন্য এই সৌন্দর্যের পসরা বিছানো?

আর তুমি কি ঘটিয়েছো কোন পরিবর্তন তোমার জীবনে?



সহজ চারটা রহস্য

শস্যবীজ কেমন অনুভব করে
যখন সবেমাত্র শুরু গমের দানা হবার?

কেমন অনুভূতি হয় একটা বিড়ালপাখির
যখন নীল ডিম খোলস ভেঙে ছোট্ট বিড়ালপাখির ছানা হয়,
হয়তো মধ্য গ্রীষ্মের রাতের আগে এবং ধুমধাম ছাড়া?

কোন ভাবনা ভাবে সাগরের কচ্ছপ যখন পা দিয়ে বালি টেনে ঢেকে রাখে ডিম,
তারপর ফেলে রেখে যায় পৃথিবীর কাছে?
সে কি কখনো জানতে পারে তার অর্জনের কথা?

এবং যখন নীল সারস তার দীর্ঘ বুকের পালক চঞ্চু দিয়ে খোঁচায়,
সেখান থেকে একটা পালক খসে পড়ে যেতে দেখে,
সে কি জানে আমি এই পালক খুঁজে পাব?  
দেখবে কী সে আমি ধরে আছি হাতে যখন সে ডানা মেলে দেয়
নিঃশব্দে নম্রভাবে যেমন সে উঠে এসে ভাসে জলে?

আর অন্য যে কোন দিনে
কাজল কালো জল আর পাতায় ঢাকা পুকুরের পাড়ে, কোন নাম সেই পুকুরের,
নাম রাখা না হলে হয় না তার নাম।

আমরা আর কি করতে পারি যখন রহস্যগুলো সহসা দাঁড়ায় সামনে এসে
আর আশা করি ঝুড়ি থেকে দ্রুত শব্দগুলো তুলে এনে করা হবে তাদের প্রশংসা,
সারস, সাগরের কচ্ছপ, বিড়ালপাখি, শস্যবীজ
হাঁটু গেড়ে বসে আছে অন্ধকার পৃথিবীতে,
যার শরীর উন্মোচিত হচ্ছে একটা সোনালি জগতে?


[কবিতা এবং গদ্যে প্রভাবশালী কবি  লেখক মেরি অলিভার। কবি মেরী ওলিভার  দৃশ্যের ভেতরটা দেখার চেষ্টা করতেন। তিনি খুঁজতেন বিষয় বস্তুর ভেতর রহস্য। জীব জগতের বৈচিত্র্য অভিন্নতার গভীর উপলব্ধি পারঙ্গমতার সাথে তুলে ধরেছেন তিনি কবিতায়।মেরি অলিভার পুলিৎজার পুরস্কার জাতীয় পুরস্কার বিজয়ী কবি। তার বইয়ের মধ্যে রয়েছে নতুন এবং নির্বাচিত কবিতা: ভলিউম ওয়ান, হোয়াই আই ওয়েক আর্লি, আউলস অ্যান্ড আদার ফ্যান্টাসিস, ড্রিম ওয়ার্ক, হোয়াইট পাইন, ওয়েস্ট উইন্ড এবং ব্লু আইরিস।  আছে ব্লু পাশ্চারস,  রুলস ফর দ্য ড্যান্স এবং উইন্টার আওয়ারস সহ গদ্যের পাঁচটি বই। কবি মেরী অলিভারের জন্ম ১০ সেপ্টেম্বর ১৯৩৫ ওহাইও অঙ্গরাজ্যের মেপল হাইটসে। তিনি মারা যান ১৭ জানুয়ারি ২০১৯ সালে।]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন