শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

সা’আদুল ইসলাম-এর কবিতা

ফসলের আঘ্রাণ ভাসে কালোর আলোয়!


ফসলের আঘ্রাণ ভাসে কালোর আলোয়!

দেখেছি রূপের নাচন সারা খেত জুড়ে!


এই তো গতকাল সারা দিনমান দানা দানা দানা

রাত্রি দশটা এগারোটা বারোটা বারোটা-চল্লিশ

বারান্দার খুঁটি ধরে মুকাবিলা দানা আর দানা

নৌকোটা ভাসলো বুঝি, তবু দানাকে হারানোয়

দক্ষিণ দিকে আকাশের দিকে, ফিঙে পাখিটির দিকে

আশঙ্কার মেঘ উড়ে এলে ভয়েরা ডানা ঝাপটায়

পুকুরে সাগর ভেসে আসে হাভাতের খুঁটির কিনারায়

এমন কালোছিটে মেঘ-আঁধারিয়া রাত্তিরের কাল

পটের বাবুদের বিবিদের ঝোঁক লাগে ঢেউয়ের মাতাল

 দৃশ্য দেখবে বলে দিঘার সমুদ্রতটে আদেখলা হাব্বুলিশ


আমোদে সেলফি তুলবে বলে ধামরা- কাছে যাবে নাকো 

দিঘা-তে নৌকো বেঁধে চমকাবে দেখো সেলফির ঢেউছবি দেখো


-আহ! অধুরা দৃষ্টিরেখা ঝেঁপে এলো বৃষ্টি

ডাকছে না পাখি, উড়ছে না পাখি, পাখিরা কোথায়

রান্নাঘরের খড়ের ফোকরে বাচ্চা ফুটেছিল যার

কাকভেজা হয়ে তখনও ডানায় ঢাকে শাবক বাঁচাবার


আদেখলা খুকিগুলো বৃষ্টিতে মাত হয়ে যায়

ঝড় তো চলে গিয়ে ওড়িশি ধামরা নাচায়

এদিকে ধানখেতে সাগর ঝাঁপায় সবজে কালোয় 

ফসলের ঘ্রাণ ভেসে যায় কালোর আলোয়!


বিপন্ন ভবিষ্যমুখে রিক্ত বসে বসে সুখ খুঁজি!

বিচারের ছানাগুলো অনাথের মতো কেঁদে ওঠে বুঝি!

শাবক বাঁচাতে খড়ের ধোঁয়ায় বউ জ্বাল দেয় সুজি,

ভূত রে, তোর কন্ধ কাটবো আসছে ভূত চতুর্দশী!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন