শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

সৌমিত্র চক্রবর্তী-র কবিতা

ছুটফুট বালাপোষ

(১)

মাথা গরম হলে ভেড়া গুনতে হয়।

চকচকে সাদা পশমি ভেড়া

এমনকি হিমালয়েও দুষ্প্রাপ্য। 


(২)

পাড়াদের গায়ে গায়ে 

কিস্তিতে আনাগোনা গুটিগুটি পায়ে,

সব সাদা এবং কালোর

ঠকা আর ঠকানোর চিরন্তন গল্প।


(৩) 

চায়ের ঠেকে আর যাইহোক

দার্জিলিং থাকেনা,

অথচ সেখানেই স্টিফেন হকিং - নিলোফার,

ইউরোপীয় কাপ থেকে পলিটিক্সের মুন্ডুপাত।


(৪)

ভালো ভালো হাসি হঠাৎই আসে, ধূমকেতু,

কোনো কোনো মঙ্গলদীপ

জলে ভাসালেই ডুবে যায়,

এমনকি সন্তানসম্পর্কেও টাকার আঁশটে গন্ধ।


(৫)

পরিত্যক্ত শাড়ি আগে বাসন দিত।

বালাপোষ আগে ছিল গরীবের খাদ্য,

এখন রবীন্দ্রনাথ সিগন্যালে বাজে।


(৬)

ব্যবহারে তিতিবিরক্ত হয়ে

একদিন টেকনোলজিও যাবে ডাস্টবিনে,

মোবাইল ছুটি দিয়ে

দুহাত আকাশে উড়িয়ে

পাড়ার গন্ডী ভেঙে বেরিয়ে পড়বে কলরব।

 

1 টি মন্তব্য: