মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

নাসের হোসেন-এর কবিতা

মহিমময় শব্দ


এবারেও আমরা পারলাম না কিছুতেই

কিছুতেই আমাদের হাত থেকে ঝরে পড়ল না

                           একটি নিটোল কবিতা

সকলকে জানিয়ে দাও শুনছো আমরা বেঁচে আছি

                          কেউ যদি বাঁচে তো বাঁচুক

আমাদের সর্বত্র অহিংসা!

অতঃপর ক্ষিপ্রতা থেকে লাফ দিক

                           রহস্যময়ী আলো

রক্তাক্ত পৃথিবী থেকে ঝরে যাক রক্তাক্ত পৃথিবী

যাবতীয় তীব্র জোনাক জ্বলে জ্বলে শেষ হয়ে যাক

মানুষের ঠোঁটের থেকে ঝরে পড়ুক মহিমময় শব্দ

 

৩টি মন্তব্য:

  1. আমাদের সর্বত্র অহিংসা!

    রক্তাক্ত পৃথিবী থেকে ঝরে যাক রক্তাক্ত পৃথিবী —

    যাবতীয় তীব্র জোনাক জ্বলে জ্বলে শেষ হয়ে যাক —

    মানুষের ঠোঁটের থেকে ঝরে পড়ুক মহিমময় শব্দ

    এমন ব্যাতিক্রমী উচ্চারণ কে কুর্নিশ জানাই। এমন উচ্চারণ
    করার ক্ষমতা কেবলমাত্র তাঁর পক্ষেই সম্ভব।

    উত্তরমুছুন
  2. পড়ে মুগ্ধতা রেখে গেলাম।

    উত্তরমুছুন
  3. পড়ে মুগ্ধ হলাম। অসাধারণ লেখনী 🙏🙏

    উত্তরমুছুন