মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

কামাল হোসেন-এর কবিতা

অন্ধকার-১১


কালো ধোঁয়ার ভিতরে পুড়তে থাকে সেই বিপন্ন নারীর

দেহ, সভ্যতার অগ্রগতির চিহ্ন নিয়ে জ্বলে পুড়ে

খাক হয় নারীর অস্তিত্বচিহ্ন, এরপর সব কিছু

মুছে যাবে, ওই নারীর কান্না, সম্ভ্রম অত্যাচারের 

সমস্ত সাক্ষ্য, বিচক্ষণ পেয়াদারা বেরিয়ে পড়বে আতসকাচ হাতে


কাকে বলে মানবিক সমবেদনা, কাকে বলে

ধামা চাপা পড়া গোয়ালের রাখাল।

কিছুই বুঝি না আমি এই বিধ্বস্ত বর্জ্যভরা 

শকুনের ভাগাড়ে, বড়ো নিষ্প্রভ এই অন্ধকার সময়

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন