মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

অমৃতেন্দু মণ্ডল-এর কবিতা

মধ্যবর্তী অন্তরীপ

নৈর্ব্যাক্তিক ভার কোন গুরুত্বপূর্ণ অর্থ বহন করে

ডলফিনের মতো ওই কাঁধ যা বহন করতে সক্ষম

বলে জানিসময়মতো পিছলেও যায় ঠিক


বোঝা না বোঝার মধ্যবর্তী অন্তরীপ

চারপাশে নীল জল মায়াঘোর

সেখানে এসে থেমেছে

হৃদয়-বোঝাই জাহাজ

 

দূরে-দূরে মেঘ ঘনিয়ে আসে সান্ধ্যবাতাসে

কান্নাপাওয়ানো সুগন্ধ ভাসে

একদিন যা ছিল

নতুন পাওয়া, নবীন কিশোরের

স্বপ্ন জাগানো প্রথম নিবেদন

 

আজ যখন ভাবিসবচেয়ে গাঢ়

গাঢ়তম স্বপ্ন স্বরূপে

দিগন্তে বাজে অপূর্ণের পদাবলী

রূপের অরূপের।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন