মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

অধীরকৃষ্ণ মণ্ডল-এর কবিতা

মেঘে ঢাকা চাঁদ

একটা সরলরেখা আঁকলেও রৈখিকতা বোঝা যায় না
অথচ জ্যামিতিক নিয়মে আঁকা হয়ে যায় কত।
এখনো তার পরিমাপ আজও বুঝে উঠতে পারিনি
তবুও রেখার টানে দৃষ্টি ছিল অপলকে
প্রত্যাশা ছিল সরলগতিময়।
একটা চিহ্নের বাস্তবতা বোঝাতে অনেক পথ হাঁটা
জীবনে সীমাহীনতার কত চলমান রূপ
প্রাচীন বৃক্ষ ছায়া পথের গতিপথ চেনালো
অজস্র ফুলের ভেতর যেন কার নির্দেশনা
আকাশের নিচে কত প্রসারিত মুখ
তবু সরলতা বুঝতে সময়ের পাতা ওল্টাতে ওল্টাতে
একটা দৃশ্য পটে কার যেন মেঘে ঢাকা চাঁদ
তার রূপের মধ্যে শুদ্ধতম গোলাপের পাপড়ি ছড়ানো বিকেল।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন