মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

রামকিশোর ভট্টাচার্য-র কবিতা

রসিকা

সুকুমার রায়ের একটা কবিতা 
সকাল থেকেই বসে থাকে বারান্দায়,
আর এলোমেলো বৃষ্টিদানারা 
পরাগ-প্রবাদ হয়ে বসে যায় তার ভিতরে!
ভিজে ছন্দদের কথায় কথায় চা-চুমুকে
মেঘরাও মুচকি হেসে সহচরী হতে চায় বুঝে
কবিতার শব্দরা সুছল দেখছে, কুছল দেখছে,
ঝিরিঝিরি ভাজা গন্ধের প্রীতি আর
চাল ও ডালের বয়নশিল্পও দেখছে -
ভিজে প্রোফাইলে৷ তবু এই লক্ষ্মীমন্ত
আষাঢ়প্রহর রতি স্পর্শ চায় না,
টুকুসকুস্ মেঘদের সঙ্গে -
গল্পকথায় দক্ষ তন্বী বারান্দা 
আবোলতাবোলের সন্ধি মায়ায় 
বোলবোলা রসিকা হয়ে বসে থাকে -
অশোক ঝরানো সুকুমার-পদ্যের পাশে...

 

1 টি মন্তব্য: