মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

ঊর্মিলা চক্রবর্তী-র কবিতা

প্রাত্যহিকী

 

প্রত্যহের পরণে আটপৌরে কাপড়

মুখে রূপটান নেই

হাজারটা দরকারি কাজ যার কোনো মানে নেই

কেটে যায় নিরর্থ প্রহর

 

কবিতা ভাবলে তাকে নিয়েই কথা সাজাবে

তাই সে তাকে নিয়ে ভাবতে বসল

তাকে ভালো করে ঠাহর করতে

একাগ্র চোখ তার দিকে

 

টানা চেয়ে থাকলে চোখ জ্বালা করে,

চোখে জল এলে জলের কাচে

সরণ, চেনা মুখের অক্ষরে

অচেনা আঁকিবুকি


 

1 টি মন্তব্য:

  1. ঊর্মিলা চক্রবর্তীর কবিতায় একটা ঝাঁঝ রয়েছে, সেটা আটপৌরে দিনের কথাতেও এনে দেয় এক তীক্ষ্ণ অনুভূতি - বিমূর্ত আর বাস্তবের এক মুখোমুখি সংলাপ

    উত্তরমুছুন