মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

তরুণ মুখোপাধ্যায়-এর কবিতা

মাহেন্দ্রযোগ 
  
সেই এলে। এলে গোধূলিতে -
এখন‌ই সূর্য হারাবে মেঘের গলিতে;
তারপর? তারপর অন্ধকারে একা 
তুমি পাবে কার দেখা?
আমি সেই কবে থেকে বসে আছি 
সাজিয়ে বরণমালাগাছি;
কোথায়? কোথায় আছো তুমি?
অপেক্ষায় দ্যাখো আব্রহ্মভুবন ভূমি!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন