মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

রন্তিদেব সরকার-এর কবিতা

স্বরলিপি

সদ্য প্রথম জন্মবার্ষিকী পেরোনো

আমার উচ্চৈঃশ্রবা পুত-নন্দিনী অদ্রিজার খবর নিতে

জার্মানি থেকে কবি অলোকরঞ্জন যখন ফোন করলেন,

তার উচ্চকিত গলার নমুনা শোনাব বলে আমি,

আচমকা যেই বন্ধ করেছি তার মোবাইল,

ব্যাহত হলো ভিডিয়োতে তার প্রিয় রাইমের ধারা

অমনি শ্রবনেন্দ্রিয় দীর্ণ করে,

তার প্রলয়-চিৎকারে কেঁপে উঠল সারা পাড়া।

 

তা শুনে ফোনের ওপার থেকে-

অলোকদা তাঁর স্বভাব-রসিকতায় বলে উঠলেন-

কানে-কানে তোমায় আজ বলি চুপিচুপি

তুমি শোনালে আমায় এক মহান স্বরলিপি।'

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন