মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সৈয়দ কওসর জামাল-এর কবিতা

মেঘদূত

মেঘ দেখে নড়ে ওঠে সরল বৃক্ষেরা

এবার শ্রান্তির শেষ ভেবে মৃদু গুঞ্জন বাতাসে 

এবার কি নড়ে উঠবে স্থবির পাথর?

শুকনো পাতা ভেসে যাবে পাতাল অবধি?

আমার ভিতরে এক যক্ষ জেগে ওঠে

মেঘ চায়, জল চায়, চায় সাদা পাতা

লেখার কলম চায়, চায় বিমূর্ততা

কী হবে মেঘের দৌত্য যদি অসফল

এই প্রেম কাব্যকথা বাতাসে না ছড়ায়

এখনও উন্মুক্ত নয় কুহেলিকাঢাকা এই গাথা

প্রেম নয় প্রেমের উচ্ছাস ধরে আছে কৌতূহল

সাদা মেঘ ভেসে যায় যেন এক মায়াবী বেলুন

বেলুন হৃদয় বলে কাঁটারা ঘিরেছে চারদিকে

ভয়ে ভয়ে থাকি, মেঘ, ভেজাও কাঁটার চোখদুটি

আমার কামের চোখ ভিজে বেড়ালের

যতই তাড়াও তাকে ঘুরে ফিরে আসে...

 

 

২টি মন্তব্য: