মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

তপন বাগচী-র কবিতা

হোলিখেলা


ছাদের উপর থেকে দেখেছি রক্তের মোটা দাগ

যেন হোলিখেলা

নির্বিকার পরিপার্শ্ব চুপ, তখন বিকেলবেলা

মুছে যাচ্ছে ক্রমে রোদের প্রগাঢ় রাগ।


যে মরেছে সে আমার ভাই

একই হাওয়ায় একই জলে নিত্য বসবাস

মরেছে সে যার হাতে, সে-ভাইয়ের নাম জানা নাই

নিজ দেশে সুনিশ্চিত যেন পরবাস।

বিজিতেরা টিকি নাড়ে,

ওড়ে দেখি গোলামির ধ্বজা

কেউ নেই সাতে-পাঁচে, কেউ নেই ধারে

নিরাপদ সীমা রেখে কেউ লোটে মজা!


একদিন এই হোলি, এই খেলা থেমে যাবে জানি

নিয়মের বোঝা টেনে রাত্রি শেষ হয়

আমরা চলেছি টেনে সময়ে ঘানি

মাটি নয়, পুড়ে যাচ্ছে সবার হৃদয়।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন