মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

তমোজিৎ সাহা-র অনুবাদ কবিতা

প্রেমচন্দ গান্ধী

একটি সরল বাক্য
একটি সরল বাক্যের হাত ধরে
না জানি কত গহীন কত কঠিন পথে চলে যাই
ভাষার দুরূহ পাকদণ্ডীর উপর হেঁটে হেঁটে 
একটি সরল বাক্যের কাছে পৌঁছোই, 
বড় বিপজ্জনক এই সময়ে
যখন স্পষ্ট করে কিছু বলা 
মানেই বিপদের ঝুঁকি নেওয়া 
প্রতিটি কথার হাজারো অর্থ হয়
কোনও কিছুই অরাজনৈতিক নয়, 
আমি মানুষের হৃদয়ের গভীরতম 
রাজনৈতিক কথা বলি, 
আমি তোমায় ভালোবাসি
আমি একটি সহজ-সরল বাক্য লিখি।

[রাজস্হানের সমকালীন সাহিত্যের অন্যতম প্রধান কবি প্রেমচন্দ গান্ধীর জন্ম হয় ২৬ মার্চ, ১৯৬৭ সালে জয়পুরে। রাজস্হানী এবং হিন্দিতে সাহিত্যচর্চা করেন। কবিতার পাশাপাশি অনুবাদ, প্রবন্ধ, নাটকও লিখেছেন। সমকালীন সাহিত্য সংস্কৃতি সামাজিক ঘটনাপ্রবাহের ওপর নিয়মিত কলাম লিখে থাকেন। কাব্যচর্চার জন্য লাভ করেছেন একাধিক পুরস্কার।]


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন