মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

এই সংখ্যার কবি : কবি বেবী সাউ

 


কবি বেবী সাউ

বেবী সাউ জন্ম ঝাড়গ্রামে। জামশেদপুরে থাকেন। ওখান থেকেই বাংলা এবং ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। পিএইচডি করছেন। বর্তমানে সাউথ এশিয়া জার্নাল, নিউ জার্সি,-এর অ্যাসোসিয়েট এডিটর এবং জামশেদপুর আকাশবাণীতে কর্মরত। তাঁর এ পর্যন্ত পনেরোটি কাব্যগ্রন্থ, তিনটি প্রবন্ধগ্রন্থ  এবং তিনটি অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে। গবেষক এই কবি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক  বাংলা অকাদেমি পুরস্কার২০২০, মাসিক কৃত্তিবাস দীপক মজুমদার পুরস্কার ২০১৯, শব্দপথ যুব সম্মান, শান্তিনিকেতন পদ্য সম্মান, বইতরণী কবিতা সম্মান, রাঢ় বাংলা সম্মান ছাড়াও বেশ কিছু সাহিত্য সম্মানে সম্মানিত। উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ -- গান লেখে লালনদুহিতা,  ছয়মহলা বাড়ি, একান্ন শরীরে ভাঙো, ছায়াপথের পরিযায়ী,  এই পুজো পরমহংস, হেমন্তের অন্নপূর্ণা, মণিপদ্মে লেখা, আমাকে কাশ্মীর ভেবে ইত্যাদি। বেক সিওক, থিক নাত হান এবং ইবনে আরাবির কবিতা অনুবাদ করেছেন।  দক্ষিণ-পশ্চিম সীমান্ত বাংলার লুপ্তপ্রায় লোকগান নিয়ে তাঁর গবেষণাময় প্রবন্ধগ্রন্থ 'কাঁদনাগীত: সংগ্রহ ও ইতিবৃত্ত ' এক পরিশ্রমনিষ্ঠ কাজ। তিনি 'সমকালীন বাংলা কবিতা' সম্পাদনা করেছেন, যেখানে রাজলক্ষ্মী দেবী থেকে এখন পর্যন্ত বাংলা কবিতায় নারীদের কবিতা হিন্দি অনুবাদ এবং সম্পাদনা করে, সারা ভারতের পাঠকদের হাতে পৌঁছে দিয়েছেন। তাঁর কবিতা অনুবাদ হয়েছে অসমিয়া, ওড়িয়া, হিন্দি, ইংরেজি,  গ্রীক, রুশ এবং আরবি ভাষায়।



কামসূত্র : ফটো


যেভাবে দেখছ তুমি 


এত সোজা 

হাসি খুশি 


ছিল না জীবন 



কামসূত্র : শরীর 


যেভাবে প্রত্যয় আসে 

যেভাবেই হোক সত্য মনে হয় 

আত্মা 


তাও বুঝি, 

স্পর্শ ছাড়া জীবন 


মিথ্যা মিথ্যা...



কামসূত্র : চুম্বন


ঠোঁট এলো ঘন হয়ে 


তারও অধিক 

তড়িতাহত 

চুল থেকে নখ


শিহরণ খেলে যায় 

শরীরে শরীর 


লেখো, বাৎস্যায়ন... 



কামসূত্র : স্তন 


কবুতর যেন 


ঢিমেতাল

গমক গমক 


আদর অপ্রতুল হলে 

উড়ে যাবে 

শূন্যতার দিকে 




কামসূত্র : ত্রিবলী 


গভীর নিনাদ 

জলের ছলাৎ


ছলছল কাকচক্ষু 


অবগাহনের লোভ কত 

কত কত প্রকারের ধাপ, সিঁড়ি 

ঝুমচাষ 

ক্ষেত আর কৃষকের ঘাম


অবতরণের দিকে 

হেঁটে যায়

ধ্যানস্থ পথিক



কামসূত্র : প্রবাস 


পথের দিকে চেয়ে 

থাকতে থাকতে 

থাকতে থাকতে 


দৃশ্য হারায়

আমি হারাই

ঠিকানাও 


ধীরে ধীরে 

লক্ষ্য হয়ে ওঠো 


তুমি


৪টি মন্তব্য:

  1. কবি বেবী সাউ এবং কবিতা নিঃসন্দেহে অন্য দিগন্ত। ভাবনার
    অনুপম ভাস্কর্য। এই ওয়ালের কবিতাগুলিকে মনে হলো শিল্পের
    স্বাধীনতা। কবিকে ধন্যবাদ।

    উত্তরমুছুন
  2. একদম অন্যরকম উচ্চারণ। অভিবাদন, কবি।

    উত্তরমুছুন
  3. কবি বেবি সাউ বাংলা কবিতার আকাশে উজ্জ্বল নক্ষত্র। নতুন করে তাকে চেনাতে হয় না। ছোট ছোট উচ্চারণ কবিতার শরীর কে অতি পরাবাস্তববাদী ভাবনায় উন্নিত করার চেষ্টা করেছেন। অনেক অনেক শুভেচ্ছা।

    উত্তরমুছুন
  4. কবি বেবী সাউ এখন কবিতার আকাশে উজ্জ্বল নক্ষত্র। সম্পূর্ণ নতুন আঙ্গিকে লেখা কবিতাগুলো নতুনভাবে ভাবে ভাবতে শেখায়। অনেক অনেক শুভেচ্ছা। শুভেচ্ছান্তে আবদুস সালাম ,মুর্শিদাবাদ

    উত্তরমুছুন