মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

রিতম রিত-এর কবিতা


হরমোন ল্যাব

যে দরজা সয়ংক্রিয়
তাকে তুমি ইচ্ছাকৃত টেনে রেখো না।

ও বাফার-বালক

ছেড়ে দাও, যেতে দাও অন্তিম সীমায়
যেটুকু তোমার সীমা, নিঃস্ব যাপন

নিজেকে ভাঙতে পারও— ভাঙ্গো
আর প্রণয়-প্রবণতা ছেড়ে
যাও,
রেখে এসো প্রাণরস
কাচের দরজা টেনে, ও ঘরে, হরমোন ল্যাবে
                       
যে ঘরে পিপেট নিয়ে
বসে আছে, আমাদের মেহনতি এলাইজা গার্ল।

৩টি মন্তব্য: