মিলিয়ে যায় সমস্ত দৃশ্য
লবণের স্বাদে বুঝি আজ কম পুড়েছে মাটি।
তবুও দুহাতে কেমন মিলিয়ে যায় সমস্ত দৃশ্য।
ও ভূমধ্যসাগর! তোমার দানে বিরত থাকতে
চায় না কুষ্ঠ, তাই তাকে আমি চুম্বন করি।
শান্ত সমীকরণে অঙ্ক কষলে সে দাগে কোনোদিন
কেউ হেঁটে যায় না, তাই ভুল হয়, আর প্রতিদিন
আধখোলা চোখে কি সুন্দর স্পষ্ট হয়ে ওঠে
প্রতিটি পলক। আঃ তরঙ্গ দুলে দুলে ওঠে।
আমি তো নিজেই কোনো বীজ ফাটাইনি বুকে,
তাই রক্ত ঝরে পড়ে কম, তবু কেন চেপে ধরে
প্রতিটি শূন্যে ? কেন তোমার চোখের সামনে
ভেসে ওঠে একটি দেহ, যার প্রতিটি শ্বাসে
জমে উঠছে বালির পথ? বলো?
প্রতিটি দৃশ্যের জন্য দুটি রেখা আজ মুছে
দেয় আড়ালে থাকা পিঁপড়ের বিষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন