মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সুমিত্রা পাল-এর কবিতা

বিজয় নিশান

হেরে যাই

বারে বারে হেরে যাই,

অনুসরণ করি তাও-তত্ত্ব

যা ঘটছে তা ঘটে যেতে দিই

 

দগ্ধ দীর্ঘবেলায় এখন মেঘমল্লারের তান...

ভরতপুরের ঝিল জুড়ে

 সাইবেরিয়ার সারসের রঙিন বাহার,

ভানগড়ের পরিত্যক্ত দুর্গ প্রাসাদে আর নেই

 দীর্ঘশ্বাসের ভার।

বর্ষাফলক উঁচিয়ে নীল ঘোড়ার সওয়ার,

শেষ বিকেলের আলোয় লিখে রাখে

 স্বভিমানের নতুন অধ্যায়!

 

ইতিহাস থেকে সমসাময়িক কাল

আমাকে করে ঐতিহ্যের উত্তরাধিকার।

ধরে রেখেছি তাই, বিজয় নিশান।  

 

1 টি মন্তব্য: