আলোর সংস্পর্শ
আর কেউ বারণ করে না তোমার মতো করে,
জলের দরে রক্ত, রক্তের দরে ঢেউ,
এইতো নিত্যদিন, তোমার ব্রত পালনের ফুল ফলমূল,
চোখে চোখে ভালবাসা-ভালবাসা, তুলকালাম,
বৃষ্টির মুখোমুখি আমাদের যোগ্যতা,
তোমার মতো করে সাবধান করে না কেউ আমায়,
আঁজলায় অঞ্জলির তাপ, মাস মাইনের ওইটুকু টাকা
তুমি না ভেঙেই তুলে রাখো,
তোমার মতো খুঁটিনাটি নিয়ে কেউ থেকে যায় না,
দেখ শাখা প্রশাখায় আলো উড়ে বেড়ায়,
আরো কিছুক্ষণ থেকে যাও এখানে সহজ,
নিজস্ব আশা আকাঙ্ক্ষার থেকে দূরে
শুধু মুহূর্ত থেকে মুহূর্তের মধ্যেকার প্রেম।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন