মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সুমিতাভ ঘোষাল-এর কবিতা

জোনাকি  

যত ভাবি চুপ মেরে যাব
হয়ে যাব নিঃসঙ্গ পিয়ানো
শব্দ আসে দ্রিদিম দ্রিদিম
ভাবি ছেড়ে দেব সব
ধনুর্বিদ্যা মদ মরীচিকাভূমি
মুখ ঘুরিয়ে বসে থাকব একা
মুচকি হাসে লিবিডো-বল্কল

অপটু হাতে সেল্ফি তুলতে গিয়ে দেখি মাথা তুলছে

পদ্মগোখরো লোহিত কণিকা

1 টি মন্তব্য:

  1. অনন্য। অগ্রজ কবি সুমিতাভ ঘোষালের কবিতা সত্যিই এক অন্য অনুভূতি দাবিদার। কাব্যময়তা রইলো।

    উত্তরমুছুন