মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

কামরুল ইসলাম-এর কবিতা

আষাঢ়স্য হাহাকার

তোমার পুষ্পিত আঙ্গুল সেই তো কেটে গেল প্রথম আষাঢ়ে

আর আমরা ছোট খাল পাড়ি দিয়ে

ঢুকে পড়লাম মেঘেদের বাড়ি;

মেঘ-- সেই সাঁঝের ঝুঁটিতে বাঁধা

কবিতা, যেখানে আজও বেজে ওঠে

'জল পড়ে পাতা নড়ে'-র মতো

এক কিশোরী মুখ

 

উষ্ণ আবেগের খাঁচায় বন্দী তার চোখে

আষাঢ়ে গল্পের নায়কেরা যেন সব একিলিচ;

মেয়েটি ভিজে ভিজে দেখছে--

কদমফুলেরা কিভাবে লজ্জার ভেতরে

মাথা গুঁজে যেন কারো অপেক্ষায় আছে

আর মেয়েটির বুকের ধকধক বেয়ে

ছেলেটি বৃষ্টির ঝমঝম হয়ে পেরিয়ে যাচ্ছে

হাওয়া ও মেঘের সাঁকো ঘনিয়ে আসা আঁধারে--

আষাঢ়স্য হাহাকার বুকে কেঁপে উঠছে সন্ধ্যা

মেয়েটি কদমফুল আর পাতাদের গান বুকে

বাড়ি ফেরার কথা মনে করে, তখন

বৃষ্টি  অন্ধকার ফুলে উঠছে হাওয়ায়... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন