মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

ফটিক চৌধুরী-র কবিতা

দোহাই

না দাও সাড়া, নিজেকে কর সমর্পণ 

অনেক সাধনা করেছি রচনা যত

পথে যেতে যেতে এসব করি অর্জন

সেসব দিনগুলো কি হয়েছে বিনত?


অনেক বর্ণমালা সাজানো কবিতায়

অনেক অক্ষর তো রেখেছি সুরক্ষিত

হৃদয়ে রেখেছি সঙ্গোপনে ছবি তাই

যাতে তুমি কখনও হবে না বিচলিত।


তোমার অমিত লাবণ্য তো স্বর্গাদপি

তোমার হৃদয় আরও বেশি বিহ্বল

প্রতি মুহূর্ত তোমার নাম যদি জপি

ভালোবাসা পরিয়ে দেয় বদ্ধ শৃঙ্খল।


দোহাই তোমার, সাড়া দিও যেন ডাকে

পূর্ব নির্ধারিত? সব যদি ঠিক থাকে! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন