মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

ফটিক চৌধুরী-র অনুবাদ কবিতা


মঙ্গলেশ দবরাল

মায়ের নমস্কার

যখন মায়ের যথেষ্ট বয়স
তখন সে সকল অতিথিদের 
নমস্কার করতে শুরু করে।
যেন সে একটি শিশু 
আর বাকিরা তার থেকে বড়।
প্রত্যেককে সে বলে :
বসো, কিছু খাও।
অধিকাংশ লোক তাকে খুশি করার জন্য 
খাবার  কিছু জিনিস নিয়ে তার পাশে 
কিছুক্ষণ বসে যায় 
মা খুশি হয়ে তাদের দেখে 
এবং যাবার সময়ও তাদের নমস্কার করে
যদিও তার এ বয়সে এসব জরুরি ছিল না 
সে ভূমিকেও নমস্কার করত
কখনও একা একাই।
অবশেষে যখন মৃত্যু এল 
তো সে তাকেও নমস্কার করল
এবং যেন নিজের জীবনটা তার হাতে
তুলে দিয়ে সে বলে :
বসো, কিছু খাও।


[ কবি পরিচিতি : জন্ম ১৬ মে, ১৯৪৮, তিহরি গঢ়বাল, উত্তরাখণ্ড। হিন্দি ভাষার একজন বিশিষ্ট কবি ও সাংবাদিক। 'জনসত্তা', 'হিন্দি পেট্রিয়ট', 'পূর্বাভাস' প্রভৃতি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। "হম যো দেখতে হ্যাঁয়" কাব্যগ্রন্থটি ২০০০ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পায়। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে কয়েকটি : "পহাড় পর লালটেন", "ঘর করা রাস্তা", "কবি কা অকেলাপন"। ২০২০ সালের ৯ ডিসেম্বর মাত্র ৭২ বছর বয়সে কোভিডে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন