মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সুধাংশুরঞ্জন সাহা-র কবিতা

শ্রাবণমেঘ

চোখের সামনেই দিনগুলো সব ঝাপসা হয়ে গেল

সেসব ছিল অন্যরকম দিন।


নিজেই নিজেকে আড়াল করে রেখেছি।

ভাঁজভাঙা নদীপথের মতো নিপাট সত্যি হল সব।

ঋতু বদলের মতো অগোছালো দিন,

তীব্র রোদ ঝলসে ওঠে চলাচলের পথে।


খুশির বদলে বিষণ্নতা 

আলোর বদলে অন্ধকার

এলোমেলো হয়ে যায় সব।


অচেনা হয়ে ওঠে চেনা পথের বাঁক

নিরুত্তর স্বপ্নসফর মেঘলা হল আজ,

শ্রাবণও মুখোশধারী যে কোনো ঋতু!


শ্রাবণমেঘ কি নতুন বর্ণমালা শেখাবে! 

1 টি মন্তব্য: