মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

আশিস গোপাল-এর কবিতা

চি রিও

মৃত্যু-বেদনা-ভয়, ছায়া ফেলেছিল বুকের উপর 
বলে যাওনি তবে যাওয়ার আগে একবারও।

কোন পুরাতন যুগ আঁধার—
বয়ে চলে ইন-ইয়াং এর সাথে?
শিশু হরিণের মত আবেগ:
সারাটা বেলা শস্য ক্ষেতে ফড়িংয়ের দৌড়
নাম না জানা কোনো অদূর ভবিষ্যতে অথবা 
অতীতের টানে শংদি রয়ে গেছে ঘরের কোণে।

প্রতিটি নতুন প্রজন্মের কাছে 
অজানা এক পুরোনো প্রজন্ম
ধীরে ধীরে শুকায় কবর;

তুমি একবার দাঁড়াও সেখানে
যেখানে বন্দিহীন এক মেঘ ছায়া ফেলে।
এখনো সময় বাকি, এখনো রাত বাকি, 
এখনো লিং লুনের বাঁশিতে ভরে আছে পূর্ণিমা।
একবার আমার মতো নিঃস্ব হয়ে
দাঁড়াও ওই ফুসাং-এর নীচে।

অন্ধ কোনো অশ্বিনী সমুদ্রে চলে ভেসে;
তবুও তুমি বলে গেলে না যাওয়ার আগে।
আঁধার কালো চুল মেলে
ফুরুসের মতো ঠোঁট নিয়ে 
চলে গেলে শংদির কাছে?

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন