মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সুবীর ঘোষ-এর কবিতা

আগমনি চর্চা

এদিকে শিউলি ফুলের সমারোহ

আর ওদিকে ছাতিমফুলের উঁকি

দূরে কোথাও নীলকণ্ঠ পাখির খোঁজে

ছুটে চলা চোখের সফর;

আগমনিবার্তা এসে যায় স্বনিয়মেই।

 

প্রসাধনী জুড়ে জলতরঙ্গ

অশ্বশক্তির সঙ্গে পাল্লা দিয়ে

জাগে অলৌকিক অতিক্রমণ;

মনের ভেতর পাকিয়ে ওঠে মেলোডি;

বিন্দুবিসর্গের খুঁটিনাটি মায়াজালে

মত্ত থেকে মত্ততর হয়ে ওঠে

সামান্য সংসার।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন