পৃথিবী পরেছে রঙিন সানগ্লাস
চারদিকে পড়ে আছে বাসন্তী বর্নমালা।
পলাশে ঢাকা সারা শরীরটা
শুধু মুখের মাঝে বেদনার হাসির প্রলেপ।
মুথা ঘাসে ফুটেছে পড়ন্ত পলাশের বিকেল
সেই কবে সকালে এসেছিলো বসন্ত সময়।
আজ দৈত্যের বাগানে কেউ হাত বাড়ায় না আর
অন্তত গোল আলাপ নেই গোলাপে
বিবর্ণে কোনো ধস নেই আর
সমবেত সংগীতে আকুল প্রার্থনায়
কুঁড়ির আত্মত্যাগে অমলিন সকাল ফিরে তাকায়।
শহীদ বেদির সিঁথিতে পৃথিবীর সব রং
বসন্তের আঁচল ভরা কত রঙিন স্বপ্ন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন