মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

অমৃতেন্দু মণ্ডল-এর কবিতা

সহজ কথাটি

এই বিষন্ন ছায়ায়

বৃষ্টির মুখ হয়ে ভিজে বাতাসের ছোঁয়া হয়ে

ভেসে আসে

রোমকূপের ঘাসে ঘাসে শিহর জাগায়

যেন-বা দীর্ঘ দীর্ণ দিনের শেষে

মেঘের ডাকে জেগে উঠেছে মরুভূমি

ভিতর বেরিয়ে আসতে চাইছে বাইরে

বাহির ভিতরে


ভাঙাভাঙা তোমাকে

ছেঁড়াখোড়া তোমাকে তখন

বৃষ্টির মুখ হয়ে ভিজে বাতাসের ছোঁয়া হয়ে

অনেক উঁচু থেকে সমতলে

নেমে আসতে দেখি

 

তখন সবচেয়ে জরুরি সহজ কথাটি

বলতে ইচ্ছে হয় তোমাকে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন