খোঁজ
হৃদয়ই তো সব
হৃদয় কাবা হৃদয়ই কাশী
মসজিদ মন্দির আমি ঠিক বুঝি না
মাটিই তো সব
মাটি ভাষা মাটিই জননী
মসজিদ মন্দির আমি কিছু খুঁজি না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন