মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

নাসের হোসেন-এর কবিতা

খোঁজ 


হৃদয়ই তো সব

হৃদয় কাবা হৃদয়ই কাশী

মসজিদ মন্দির আমি ঠিক বুঝি না

মাটিই তো সব

মাটি ভাষা মাটিই জননী

মসজিদ মন্দির আমি কিছু খুঁজি না




 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন