মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

কামাল হোসেন-এর কবিতা

আসন


পাহাড়তলি দিয়ে হাঁটতে হাঁটতে প্রতিভাবান মানুষ

ঠিক খুঁজে বের করেন যুদ্ধক্ষেত্রে হারিয়ে যাওয়া

পাটকিলে রঙের ঘোড়া, তারপর ছুটতে ছুটতে বিজয়ী

সেনাপতির সামনে পৌঁছে হাঁটু

মুড়ে বশ্যতা স্বীকার করেন, শৌখিন রুমাল দিয়ে

মুছে দেন প্রভুর আসন, তারপর ঘাড় নেড়ে নামগান

করতে করতে প্রার্থনা করেন, প্রভু আমার, একটি

সলিড আসনের ব্যবস্থা করো, দিনের পর দিন

এভাবে হাঁটু মুড়ে বসে থাকতে থাকতে কোমরে

ভারি যন্ত্রণা হচ্ছে

 

২টি মন্তব্য:

  1. গল্পের ঢঙে কবিতা বলা; বিষয়বস্তু ও উপস্থাপনা দুই-ই সুন্দর।

    উত্তরমুছুন
  2. তৈল্য মর্দনের অনবদ্য কৌশল ও তার অনবদ্য প্রকাশ

    উত্তরমুছুন