দিন কেটে যায় একলা থাকি
ফিরছে স্কুল পোশাক
একলা দিন একলা অপেক্ষায়
নতুন আসে নতুন কোনও ভোর
অপেক্ষা হায় স্কুলপোশাক হঠাৎ বদলে যায়
যাচ্ছে উড়ে ডানা মেলে
একা
নতুন অপেক্ষা
মেলছে ডানা উড়িয়ে নিয়ে যাবে আমার সব
যাচ্ছি উড়ে অপেক্ষার এই নতুন পোশাক গায়ে
নতুন বছর নতুন মোজা ছোট্ট দুটো পায়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন