দ্বিধার বর্ষায়
বাদল দিনের প্রথম কদমফুল
কোথাও পাইনি তোমার জন্য।
তুমি কি রাগ করবে?
স্টেশনের পাশে খঞ্জ ফুলওয়ালী
সাজিয়ে রেখেছে জুঁইফুলের মালা;
তোমার জন্য একটি মালা কিনেছি
খোঁপায় দেবো কি?
পথঘাট জলে থৈ থৈ; হেঁটে
এই বর্ষণমন্দ্রিত অন্ধকারে যদি যাই,
দরজায় কড়া নাড়ি যদি
দু’হাতে দরজা খুলে দাঁড়াবে কি তুমি?
পথিক প্রেমিকের সাথে ভিজবে কি
এক উঠোন বৃষ্টির অঝোর ধারায়?
দ্বিরালাপ
১.
রাত বারোটায় রোজ মিলে যায় দু’খানি ঘড়ির কাঁটা,
তোমার আমার একসাথে আর হলো নাকো পথ হাঁটা।
২.
বেদনার মতো বাজে তার চলে যাওয়া,
বাহিরে তবুও বয় ফাগুনের হাওয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন