মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

ঋতম্‌ মুখোপাধ্যায়-এর কবিতা

সেতু না কবিতা?

(উৎসর্গ : ঐন্দ্রিলা-কে) 

সবুজ ঝর্ণার জল গান গেয়ে ওঠে 

ঈশ্বরের হাতে গড়া ছবির শহরে,

মেঘেরা চুম্বন করে পাহাড়ের ঠোঁটে

প্রাচীন শিল্পের ছোঁয়া বন্ধ দুয়ারে


দাঁড়িয়ে রয়েছ তুমি : সেতু না কবিতা?

অচেনা পথের বাঁকে সুন্দরের মুখ 

শ্বেতাভ ফুলের পাশে, হে প্রিয় বনিতা,

মনের আখরে আঁকি পাহাড়ি ইন্সব্রুক!  

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন