হাতের তালুর মত চিনি তাকে, এমন অহংকার নেই।
সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে
তাকে চেনা আমার কম্মো নয়।
মেলে না, মেলানো যায় না
মন চায় চক্ষু না চায়।
রাধা চূড়ায় বসতে বসতে বসেনা প্রজাপতি
বসে রক্তদ্রোনে
জেনে শুনে করে বিষ পান প্রেমের নিয়তি।
সাক্ষাৎ মৃত্যু জেনেও সংগম পিপাসা
মেটেনা পুং মাকড়সার!
না চাহিলে যারে পাওয়া যায়
তার কাছে কে আর সহজে যায়।
হাত পাতে মাত্র।
কবিতায় অনেক গুলি রবীন্দ্রনাথের পংক্তি রয়েছে কিন্তু উদ্ধৃতি চিহ্ন নেই।
উত্তরমুছুন