মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

তৈমুর খান-এর কবিতা

মৃত্যুগুলি

মৃত্যুগুলি সুন্দর ছিল না
 ভয়ঙ্কর কুৎসিত আর দুঃখে ভরা
 রক্তমাখা ঠোঁট, এলোমেলো হাত-পা
 সোনালি রঙের বিকেলে
 আর কোনো রাস্তা চোখে পড়ছিল না আমাদের

 শোকের পাথর কুড়াতে কুড়াতে
 ইহবিমুখ হয়ে যাচ্ছিলাম সবাই
 নীল আকাশে এক টুকরো সাদা রঙের
 রবার ঘষতে ঘষতে চলে যাচ্ছিল হাওয়া

 আমরা কোনো আকর্ষণীয় গল্পের কাছে যেতে পারিনি
 আমরা কোনো চায়ের আড্ডায় বসিনি
 আমরা পোশাকও পাল্টাইনি কেউ

 মৃত্যুরা চারিদিকে শিস দিচ্ছিল
 অন্ধকারের বিড়ালের মতো তাদের চোখ
 বারবার আতঙ্কিত করছিল আমাদের


কৃষক

মানুষকে বাঁচাবার এবং ভালোবাসবার 
                       ইচ্ছেগুলির জন্ম দিতে দিতে
                                                  চলে যাব
 শিল্প একটি শ্লোগান মাত্র
 এই এক টুকরো, কয়েকটি শব্দ
 বোধের তীব্র লাঙলে চাষাবাদ
 সহিষ্ণু আর অপেক্ষার বাতাসে
                                       নামুক অনুকম্পা;

 মধ্যরাত আগলে আছি
 সকাল ও সূর্যকে দিয়ে যাব
 আমার প্রাচুর্য সমূহ
 মানবিক দানার শস্যে পুষ্ট শিষগুলি
 মহাকালে আন্দোলিত হবে

 আমিও তবে মহাকালের কৃষক 

1 টি মন্তব্য: