মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

কামরুল ইসলাম-এর কবিতা

রবীন্দ্রনাথ

একটি কালো ছাতার নিচে একজন ভাষাশল্যবিদ

বৃষ্টির সুনসান ছেড়ে অফুরন্ত টর্সের আলোয়

একটি বাগানের দিকে এগোচ্ছেন একা--

ব্যাঙ ডাকছে পাশের নালায়সংগীতের রঙ নিয়ে

অন্ধকারের বাহাস ক্রমশ এগিয়ে যাচ্ছে দূরে,

উজ্জ্বল উদ্ধারে নেমে আসছে সূর্যের বাড়ন্ত বুক

সেখানে মুখের দিকে মুখ আর অরণ্যের ডাকে

সৌভিক শান্ত অনাচারও পতঙ্গপাখায় মিশে গেছে

রাতের এরকম ফাঁদেই তীর্থের সম্ভ্রম, যেন

মেহগনির জায়মান মস্তিষ্কের অবিরাম ছকে

অনাহুত জলের ছন্দের মানচিত্র হয়েকিছুটা

আড়ালের স্বপ্নের মোড়কে বন্ধনহীন নৃত্যের

সরল আরশিতে চারপাশে জেগে উঠছে ঘাস--

উঠোনের দশকোণে যেন এক পরিণত সুশীল হাত

সাঁঝের অতিথি হয়ে জ্বেলে দেয় আলো

দলছুট তরঙ্গের খেলায় ভরে উঠছে তাবৎ আঙিনা 

২টি মন্তব্য: