মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

নীলাব্জ চক্রবর্তী-র কবিতা

রিয়ালিটি শো

খুব হচ্ছে স্মৃতির পাথর

আর একটা ঘন দরজা

দুহাতে দুরকম সময় নিয়ে

স্নায়ু

ফিরে আসবে আসবে

ভ্যালেনটিনা নামে প্রতিটি সন্ধ্যা

ক্রিম রঙের

নাজুক অভ্যাস ঘিরে ফেলবে

অর্থাৎ একটা রিয়ালিটি শো

শ্যাডো করছে

ক্রস-ভোটিং-এর পরে

এই সব যা কিছু অনুমান সাপেক্ষ

ফ্লো

মানে

একটা চোরা লিরিকাল উপস্থিতি নিয়ে...

 

২টি মন্তব্য:

  1. অনবদ্য। 'ভ্যালেটিনা নামে প্রতিটি সন্ধ্যা' দারুণ।

    উত্তরমুছুন
  2. খুব ভালো লেখা। তোমার লেখার দিকে তাকিয়ে থাকি। শিক্ষার অনেক দরজা
    খুলে যায়। শেষ লাইনে "উপস্থিতি নিয়ে " খুব দরকার ছিল। এত লুকিয়ে লুকিয়ে এলে। শেষে কেন বোমাফাটানোর! আমি কোনো লেখককবি নই। ওই চলতিকা নাম গাড়ি। আমাকে পাত্তা দিতে হবে এমন কথাও নেই। তবু, ওই যে, লুকোনো পাঠক। ইত্যাদি...
    ্য

    উত্তরমুছুন